সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগামীকাল বালিকা এককের ফাইনাল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ জানুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’এর প্রথম প্রতিযোগিতার ৩য় দিনে বালিকা এককের সেমি-ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-৩ গেমে প্রতিযোগিতার টপ সীড নেপালের শিভালি গুরুংকে এবং মায়ানমারের থাই হায়াত মিন্ট ৭-৫, ৭-৫ গেমে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। 

 

বালক এককের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের রোমান ৬-১, ৬-১ গেমে লাও এর বাওনথালাকে, চাইনিজ তাইপের আইয়েন লিও ২-৬, ৬-১, ৬-২ গেমে বাংলাদেশের জাওয়াদ ভূইয়াকে, চাইনিজ তাইপের শাও চি চু ৬-১, ৬-২ গেমে লাও এর অথিত ক্যাসিংকে এবং পাকিস্তানের তালহা ৬-৩, ৬-১ গেমে মায়ানমারের ফি সার সেই কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

 

আগমীকাল সকাল ৯:০০ টায় বালক এককের সেমি-ফাইনাল খেলা এবং সকাল ১০:০০ টায় বালিকা এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তুষার - জাওয়াদ জুটির সেমি-ফাইনাল খেলা বেলা ১১:৩০ টায় কোর্ট নং -১ এ অনুষ্ঠিত হবে। এছাড়াও বালক ও বালিকা এককের স্থান নির্ধারনী খেলা সমূহ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ সম 

খেলাধুলা বিভাগের আরো খবর