সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘কৌশলগত’ করণে  ছিলেন না রোনালদো

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ৭ ডিসেম্বর, ২০২২

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ ষোলর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বসিয়ে রাখার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণভাবে ‘কৌশলগত’ বিষয়। সেখানে অন্য কোন ব্যাপার ছিল না। ম্যাচে ৬-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল।

 

এর আগে দক্ষিন কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠ থেকে তুলে ফেলার সময় রোনালদো যে প্রতিক্রিয়া জনিয়েছিলেন তাতে অসন্তুষ্ট ছিলেন পর্তুগাল কোচ। তবে এর কোন প্রভাব পড়েনি বলে উল্লেখ করেন তিনি।

 

সান্তোস বলেন,‘ আমি বলেছিলাম বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব সেরা  খেলোয়াড়ের একজন। সেই সঙ্গে তিনি দলীয় অধিনায়ক। তাই সম্মিলিতভাবেই আমাদেরকে এই দলটির বিষয়ে ভাবতে হবে।’

 

রোনালদোকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহনটি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কিনা প্রশ্ন করা হলে জবাবে পর্তুগাল কোচ বলেন,‘ তার সঙ্গে সব সময় আমার ভালো সম্পর্ক রয়েছে। ১৯ বছর বয়সে তিনি যখন স্পোর্টিয়ে খেলতেন তখন থেকেই, পরে বছরের পর বছর ধরে তিনি জাতীয় দলে। রোনালদো এবং আমি কখনো কোচ ও খেলোয়াড়ী সম্পর্কের সঙ্গে মানবিক ও ব্যক্তিগত সম্পর্ককে গুলিয়ে ফেলিনা। সে আমাদের দলের সবচেয়ে গুরুত্বপুর্ন একজন খেলোয়াড়।’

 

মরক্কোর বিপক্ষে আসন্ন  কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ‘কঠিন একটি ম্যাচ’ উল্লেখ করে পর্তুগাল কোচ বলেন, ‘তবে এবার আমরা দারুন ফর্মে আছি। যদি আমরা এভাবে খেলতে পারি এবং কয়েকটি বিষয়ে উন্নতি করতে পারি তাহলে আমাদের জন্য এটি হবে ভালো একটি ম্যাচ হবে।’

 

একুশে সংবাদ.কম/স.ব.প্র/জাহাঙ্গীর

খেলাধুলা বিভাগের আরো খবর