সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৬ নভেম্বর, ২০২২

পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমির স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। রোববার বাঁচা মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১২৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে তারা।

 

পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের অল্প পুঁজি নিয়েও শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সোহানের ভুলে নতুন জীবন পান মোহাম্মদ রিজওয়ান। জীবন পেয়েই উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব স্কোর গড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তৃতীয় বলে ক্যাচ তুলেছিলেন ওপেনার রিজওয়ান। ক্যাচটি ফেলে দেন উইকেট কিপার নুরুল হাসান সোহান। জীবন পেয়ে পরের বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন রিজওয়ান। শেষ পর্যন্ত খেললেন ৩২ রানের ইনিংস।

 

অবশেষে ১১তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে এসে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে স্লগ করতে গিয়েছিলেন বাবর, তবে লিডিং এজে ক্যাচ গেছে শর্ট থার্ডে। তালুবন্দি করতে ভুল করেননি মুস্তাফিজুর রহমান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন বাবর।

 

পাকিস্তান অধিনায়কের পর টিকতে পারেনি মোহাম্মদ রিজওয়ানও। অভিষিক্ত এবাদতের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন পাক উইকেটকিপার ব্যাটার। ৩২ বলে সমান সংখ্যক রান করেছেন এই ব্যাটার। ৩২ বলে ৩২ রান করে এবাদত হোসেন বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১১.২ ওভারে ২ উইকেটে পাকিস্তানের তখন ৬১ রান।

 

তৃতীয় ব্যাটার হিসেবে নওয়াজকে রান আউটের ফাঁদে ফেলেন লিটন। ৪ রান করে বিদায় নেন তিনি। এরপর মোহাম্মদ হারিস ২৪ রান করে বিদায় নেন। তবে শাহ মাসুদ ২৪ ও ইফতিখার ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

 

এর আগে অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমে সাকিবের বিতর্কিত আউটের পর ব্যাট হাতেও বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম টাইগার্স সংগ্রহ করে ১২৭ রান। সাকিবের বিতর্কিত আউটের আগে আহামরি না হলেও রান মোটামুটি তুলতে পেরেছিল বাংলাদেশ। প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০ রান তোলে টিম টাইগার্স।

 

এরপর শাদাব খানের দুই ডেলিভারিতে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। মূলত সাকিবের বিতর্কিত আউটের পর শেষমেশ আর বড় পুঁজি গড়তে পারেনি টিম টাইগার্স। বল হাতে পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর