সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এশিয়া কাপে ঐতিহাসিক জয় পেলো আরব আমিরাত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ৫ অক্টোবর, ২০২২

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে এসে তৃতীয় ম্যাচেই বাজিমাত করলো আরব আমিরাত নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা ও ভারতের কাছে আগের দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো তারা।

 

আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে  ছিল এশিয়া কাপের একটি খেলা। দুপুরের সেই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৮৮ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে আমিরাতের মেয়েরা।


রান তাড়ায় ব্যাট করতে নেমে আমিরাতকে একা হাতেই জিতিয়ে দেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার তীর্থ সতীশ। ইনিংস সূচনা করতে নামা তীর্থ শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৬০ বলে ৬২ রানের ইনিংস। এছাড়া ১৭ রান করেন অধিনায়ক ছায়া মুগল।


আমিরাতের সব বোলার নিয়ন্ত্রিত বোলিং করলে ৮৮ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংঘাম। কিন্তু খেলে ফেলেন ৫৩টি বল। এছাড়া মাস এলিসা করেন ২৭ বলে ১৪ রান।

 

দুই দলেরই এটি ছিল চলতি আসরের তৃতীয় ম্যাচ। প্রথম জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে আমিরাত। তিন ম্যাচের সবকয়টি হেরে মালয়েশিয়া রয়েছে ছয় নম্বরে। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া। আমিরাতের পরের ম্যাচ শুক্রবার, থাইল্যান্ডের বিপক্ষে।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর