সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৭ আগস্ট, ২০২২

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। এশিয়া কাপের এটি ১৫তম আসর। এশিয়া কাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুইবারই ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়েছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর।

২০১৪ সালে প্রথম দেখায় আফগানদের ১২৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালে দ্বিতীয় দেখায় সেই হারের শোধ বেশ ভালোভাবেই তুলেছিল আফগানিস্তান। ম্যাচটি তারা জিতেছিল ৯১ রানের ব্যবধানে।

এবারের এশিয়া কাপ আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে একবারই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আফগানদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য মাত্র চার উইকেট হারিয়েই টপকে গিয়েছিল লঙ্কানরা।

 
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, মাথিসা পাথিরানা।

আফগানিস্থান একাদশ: মোহাম্মদ নাবী (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফাজল হক ফারুকি।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর