সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকায় আসছে কাতার বিশ্বকাপের ট্রফি

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৫ মে, ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসছে। ২০২২ কাতার বিশ্বকাপের আগে জুনের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসার কথা।  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ট্রফি সফরের কর্মাশিয়াল পার্টনার কোকাকোলা।

এর আগে ২০১৩ সালে বাংলাদেশে ট্রফি এসেছিল। বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে এটা নিশ্চিত। ট্রফির সফরে অন্যতম পার্টনার কোকাকোলা ইতোমধ্যে তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে এবং ট্রফি সফর আকর্ষণীয় করার লক্ষ্যে বিভিন্ন সভাও করেছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফেকে) ফিফাও নিশ্চিত করেছে বাংলাদেশে ট্রফি ভ্রমণের বিষয়টি। এরপরও বাফুফে ও কোকাকোলা কেউ এখনো এই প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয়।

দুই-তিন দিনের মধ্যে দুই সংস্থা একটি যৌথ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রফি আগমনের বিষয়টি অবহিত করবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৮-৯ জুন ঢাকায় ট্রফি প্রদর্শনের জন্য থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করবে বাফুফে ও কোকাকোলা।

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর