সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয় দিয়ে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৭ মে, ২০২২

জয় দিয়ে এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দলের বাকি গোলটি ফজলে রাব্বীর। ইন্দোনেশিয়ার একমাত্র গোলদাতা সান্দ্রেয়া আন্দ্রেয়া।

শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে।

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে শুরুর দিকে বাছাই খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতেই হচ্ছে সারোয়ার হোসেন-আশরাফুল ইসলামদের। সেই চ্যালেঞ্জ জয়ের পথে দল শুরুটা করল জয়ের স্বস্তি দিয়ে।

খেলার নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। দুই কোয়ার্টারে পাওয়া গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় দল। ৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ইন্দোনেশিয়া। পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে ব্যবধান ফের বাড়িয়ে নেয় বাংলাদেশ। 

ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের রেজাউল করিম বাবু। এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ছয়টি দল। পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

একুশে সংবাদ.কম/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর