সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নতুন রেকর্ড গড়ে দ্রুততম মানব প্রবাসী ইমরান, মানবী সুমাইয়া

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই বাজিমাত করেছেন লন্ডনপ্রবাসী ইমরানুর রহমান। নারী বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হয়ে গেলো জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার দৌড়। 

সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টে মুকুট হারিয়েছেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। শুধু প্রথম হয়ে স্বর্ণপদকই জেতেননি ইমরান, পাশাপাশি ভেঙেছেন ২২ বছর পুরোনো রেকর্ড। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ২৮ বছর বয়সী ইমরান। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটিই বাংলাদেশের রেকর্ড।

এতদিন ধরে রেকর্ডটি ছিল প্রয়াত মাহবুব আলমের দখলে। তিনি ১৯৯৯ সালে ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন। আর হ্যান্ড টাইমিংয়ে সেরা সময় সাবেক দ্রুততম মানব ইসমাইলের ১০.২০ সেকেন্ড। এবার ইমরান হ্যান্ড টাইমিংয়ে দৌড়েছেন ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে।

অন্যদিকে নারী বিভাগে শিরিনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। তার সময় লেগেছে হ্যান্ড টাইমিংয়ে ১২.২০ সেকেন্ড ও ইলেক্ট্রনিকসে ১২.৩০ সেকেন্ড। শিরিন হয়েছেন দ্বিতীয়, ইলেক্ট্রনিকসে ১২.৩৬ সেকেন্ড সময় নিয়ে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর