সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিপিএল ড্রাফট সোমবার, তালিকায় ৪৫০ ক্রিকেটার

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) এবারের আসর শুরু হবে আগামী ২১ জানুয়ারি। বিপিএলের অষ্টম আসর শুরুর আগে আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) হবে খেলোয়াড় ড্রাফট। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। এই ড্রাফট থেকে স্কোয়াড তৈরি করবে অংশগ্রহণকারী ছয় দল।

এ বিষয়ে রোববার দুপুরে মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিপিএলের খেলোয়াড় ড্রাফট আগামীকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হবে এটি। চার শতাধিক (৪২৫) আন্তর্জাতিক ক্রিকেটার, বিভিন্ন দেশের খেলোয়াড়, রেজিস্ট্রেশন করেছে। এবার আমরা যেটা করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এবার তারা তাদের এজেন্ট বা সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।’

অবশ্য ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটার হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার। ড্রাফট লিস্টে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে বড় কোনো তারকা ক্রিকেটারের নাম নেই। এজন্য সীমাবদ্ধতাকে কাঠগড়ায় তুললেন সুজন।

এ বিষয়ে সুজন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা হয়েছে, এফটিপি যেটাকে বলি, সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড। আমাদের কোনো অপশন ছিল না। এগুলোকে এডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন থাকবেই। তবুও চেষ্টা করব যতটুকু এট্রাক্টিভ করা যায় ইভেন্টটাকে।’

দলগুলো কয়জন করে খেলোয়াড় কিনতে পারবে এমন প্রশ্নে সুজন বলেন,‘এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না। কারণ এখনো সময় রয়েছে। আজকের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের রিটেইন করেছে এবং কারা ড্রাফটে থাকবে এই বিষয়ে একটি ক্লিয়ার পিকচার পাব। যে দলগুলো অংশ নিচ্ছে আমরা তাদের মধ্যে এটা সার্কুলেট করে দেব।’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর