সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘ধানক্ষেতে খেলা হলেও ভালো খেলা উচিত’

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ৩ ডিসেম্বর, ২০২১

বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ধুকছে বাংলাদেশ। অথচ,বিশ্বকাপের আগেই নিজেদের মাঠে শেষ ১০ ম্যাচের ৭টিতেই জয়। অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডে বিপক্ষে সাফল্য পেলেও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হার। টানা হারের পর প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে। শনিবার  (৪ ডিসেম্বর) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক বলেন,‘পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেট কিংবা এগুলো নিয়ে অজুহাত দেওয়া কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানক্ষেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। আমার মনে হয় এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালেই ভালো হয়।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরের পর বিশ্বকাপের মঞ্চে ভরাডুবি ব্যাটসম্যানদের। ওপেনাররা রানের দেখা পাচ্ছেন না পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজেও। দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ফুটে উঠছে পেশাদারিত্বের ছাপ। এসব নিয়ে মুমিনুল বলেন,‘আমার তেমন মনে হয় না। পেশাদারিত্বের বিষয়টা তো কেবল উইকেট নয়, অন্য সবকিছু মিলেই কিন্তু পেশাদারিত্ব। নিয়মানুবর্তিতার বিষয় আছে, ভালোমতো অনুশীলন করা, নিয়মমাফিক কাজ করা, প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতার জায়গা বুঝে অনুশীলন করা, এগুলো সবই কিন্তু পেশাদারিত্বের ভেতরেই থাকে। তাই আমার মনে হয়, আপনি যেমন বলছেন, ওরকম কিছুই নয়। সবাই পেশাদারিত্ব দেখাচ্ছে, কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হচ্ছে না।’

একুশে সংবাদ/এসএস/

খেলাধুলা বিভাগের আরো খবর