সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোরেলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে মোরেলগঞ্জ ও শরোনখোলার বিভিন্ন  ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (আঃদঃ)আব্দুল হাইয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বাকি বিল্লাহ, আইসিটি অফিসার ত্রীদিপ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃআবু সালেহ কিশোর কিশোরী ক্লাবের বাগেরহাটের ফিল্ড সুপারভাইজার শারমিন সুলতানা, অফিস স্টাফ সফিকুল ইসলাম।

এছাড়াও কারাতে প্রশিক্ষকসহ,মোরেলগঞ্জ সদর ও উপজেলা ইউনিয়নের জেন্ডার প্রমোটর সুরাইয়া আক্তার, আনিকা বুশরা, ডলি হালদার, শিবানী রায় ও শরোনখোলা উপজেলার জেন্ডার প্রমোটর শহিদুল ইসলামসহ দুই উপজেলার বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীতের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগীরা ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহন করে ১০০ মিটার দৌড়ে, মোঃসিয়াম,আবৃত্তিতে, ফাতেমা আক্তার, সংগীতে, তিশা কর্মকার, চিত্রাঙ্কন ও বালিশ নিক্ষেপ প্রতিযোগিতায় ইয়াসা এবং বর্না প্রথম হন। 

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও উপস্থিত সকলের মাঝে নাস্তা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর