সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টেস্টও কঠিন চ্যালেঞ্জ হবে-মুমিনুল হক

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২১

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েস্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর এবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুক্রবার চট্টগ্রামে শুরু হবে। টেস্ট ম্যাচ  পাকিস্তানের সাথে কঠিন চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন,‘পাকিস্তানে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল। টেস্টেও তারা অনেক ভালো দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ কঠিন হবে বলেই মনে করছি।’

দলের সিনিয়র ক্রিকেটাররা না থাকায় তরুণ ক্রিকেটারদের নিয়েই জ্বলে  উঠতে চায় বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মুমিনুল হক বলেন,‘হাঁ, দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার নেই। তবে তরুণ যারা আছে তাদের নিয়েই ভালো খেলার চেষ্টা করতে হবে।’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, সহজ টেস্ট হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন,‘পাকিস্তানের অধিনায়ক কি বলেছে সেটা নিয়ে আমরা কিছু ভাবছিনা। তবে টেস্ট পাঁচ দিনের খেলা। এখানে অনেক সময় নিয়ে খেলতে হবে। তাই পাকিস্তান কি বলেছে সেটা নিয়ে আমি ভাবছিনা। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই খেলবো।’

একুশে সংবাদ/এসএস/

খেলাধুলা বিভাগের আরো খবর