সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও মুস্তাফিজকে পাচ্ছেনা বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৪ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। মুস্তাফিজের নাম নেই পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টেস্ট দলে। দ্বিতীয় টেস্টেও দেশ সেরা এই পেসারকে পাচ্ছেনা বাংলাদেশ।

বুধবার একুশে সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মোস্তাফিজের চোট নিয়ে জানতে চাইলে তিনি বলেন,‘মুস্তাফিজের এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার ফল ভালো এসেছে। তবে ওর যেহেতু সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য মোস্তাফিজকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আমরা ঢাকা টেস্টেও মোস্তাফিজকে পাচ্ছি না।’

অবশ্য মুস্তাফিজ যে ম্যাচে চোট আক্রান্ত হন, সে ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ঐ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরেছে। তবে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মিরপুরের লোহার প্রাচীর টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। সে ঘটনার পরেই মাঠ ছাড়েন মুস্তাফিজ।

উল্লেখ্য’পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে প্রথম টেস্টে দলে রাখা হয়নি মোস্তাফিজকে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হরে আগামী ২৬ নভেম্বর। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায় ৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্টের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।


একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর