সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্ধারিত সময়েই ওমান যাচ্ছে টাইগাররা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১১ পিএম, ৩ অক্টোবর, ২০২১

আশঙ্কার মেঘ কেটে গেছে। অনেক নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে নির্ধারিত সময়েই রোববার (৩ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে তার আগে ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাহমুদউল্লাহ বাহিনীর বিশ্বকাপ যাত্রা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। এমনকি এমনও খবর বেরোয় যে, বিকল্প পথে যাবে টাইগাররা। এরপর জানা যায়, নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শেষমেশ এমন খবর উড়িয়ে বিসিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়েই টাইগার বাহিনী দেশ ছাড়বে।

এদিকে এরই মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাতে শুরু করেছেন ক্রিকেটাররা।

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে গেছে। ফলে ফ্লাইট শিডিউল কয়েকদিন বিপর্যয়ের শঙ্কা রয়েছে। আর তাই আজ বিকাল থেকেই শঙ্কা জেগেছিল টাইগারদের বিশ্বকাপযাত্রা নিয়ে। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যিই হলো।
বিসিবি সূত্র সময়টিভিকে জানিয়েছে, আগামীকাল সোমবার (৪ অক্টোবর) দেশ ছাড়তে পারে মাহমুদউল্লাহ বাহিনী। 

এদিকে দেশ ছাড়ার কথা থাকায় মাহমুদউল্লাহবাহিনী শনিবার করোনা পরীক্ষার নমুনা জমা দিয়েছেন। করোনার নমুনা দেওয়ার পর প্রত্যেকেই নিজ নিজ বাসায় চলে যান। সেখানেই চলে হোম কোয়ারেন্টাইন। এরপর শাহজালাল বিমানবন্দর হয়ে ওমানের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

খেলাধুলা বিভাগের আরো খবর