সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টাইগারদের কাছে অস্ট্রেলিয়া বিদায় আত্মসমর্পণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২০ পিএম, ৯ আগস্ট, ২০২১

সাকিবের জোড়া আর সাইফউদ্দিনের পরপর আঘাতে অল্পতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১২৩ রানের ছোট লক্ষ্যে নেমেও সব উইকেট হারিয়ে সফরকারীরা তুলতে পারে মাত্র ৬২ রান। টি-টোয়েন্টি ইতিহাসে কোন দলের এটাই সর্বনিম্ন রেকর্ড।

আজ টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে করেন ১২২ রান। টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম। 

পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।


একুশে সংবাদ/তাওহীদ/প

খেলাধুলা বিভাগের আরো খবর