সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েও অলিম্পিক থেকে বিদায় বাংলাদেশী দিয়া সিদ্দিকীর

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০৫ এএম, ২৯ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিক থেকে রোমান সানার বিদায়ের পর আরচারিতে শেষ ভরসা ছিল দিয়া সিদ্দিকী। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপরীতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েও ছিলেন এই বাংলাদেশী আর্চার। সমতা থাকায় ম্যাচ গড়াল শুট-অফে। ৯ পয়েন্ট স্কোর করে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিতে হল এই আর্চারকে।  তার প্রতিপক্ষ কারনিয়া জিওমিন্সকায়া একটি তীর ছুঁড়ে ১০ তুলেছিলেন।  

বৃহস্পতিবার রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের নারী তীরন্দাজ।

পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

শেষ পর্যন্ত শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই আরচার দিয়া সিদ্দিকীকে। প্রতিপক্ষ সাথে মাত্র ১ স্কোরের ব্যাবধানে হেরে গেলেন রিয়া।

একুশে সংবাদ/জা/তাশা

খেলাধুলা বিভাগের আরো খবর