সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুখোমুখি কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো সেরা ইতালি

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৪ এএম, ১৪ জুলাই, ২০২১

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল যোগাযোগ করেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সঙ্গে।

শেষ হল কোপা আমেরিকা ও ইউরো কাপ ফুটবল। এখনও সব জটলায় আর্জেন্টিনার গোল অফসাইড ছিল কিনা, কিংবা ইংল্যান্ড-ইতালি ম্যাচের পর হাঙ্গামা এখনও মুখে মুখে ফিরছে। এরমধ্যেই এক নতুন সম্ভানা দেখা গেল।

একদিকে  দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা খেতাব জিতল আর্জেন্টিনা, অন্যদিকে ৫৩ বছর পর ইউরো জিতল ইতালি।  এবার জোর খবর,  সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে দুই মহাদেশের এই দুই চ্যাম্পিয়ন দেশ মুখোমুখি হতে পারে। অর্থাৎ আর্জেন্টিনা আর ইতালির একটি ম্যাচে মুখোমুখি দেখা হতে পারে।

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল  যোগাযোগ করেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সঙ্গে, যাতে একটি ম্যাচ খেলা হয় আর্জেন্টিনা ও ইতালির মধ্যে। আপাতত বিষয়টি প্রাথমিক আলোচনার মধ্যেই রয়েছে। কারণ করোনা পরিস্থিতির জেরে অপেক্ষা করতে হবে মেসি ও বোনুচ্চিদের, তা বলাই যায়।  ম্যাচটি ২০২২ বিশ্বকাপের আগেই আয়োজন করার চেষ্টা করা হচ্ছে।

 

খেলাধুলা বিভাগের আরো খবর