সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাকিবের নতুন রেকর্ড!

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২০ জানুয়ারি, ২০২১

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান খরচায় ৪ উইকে শিকার করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার এটি।

এর আগেও তাপস বৈশ্যর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডটির মালিক ছিলেন সাকিব। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে যৌথভাবে দুজনেই ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তবে আজকের ম্যাচে সাকিব ভেঙে দিলেন আগের রেকর্ডকে। ৭ দশমিক ২ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সাকিবকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দুজনের বোলিং তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইনিংসের শুভ সূচনা করেছেন লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ ওভারে বিনা উইকেটে ৩৭ রান। তামিম ২০ ও লিটন ১০ রানে ব্যাট করছেন।

 

একুশে সংবাদ/কা/আ

খেলাধুলা বিভাগের আরো খবর