সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গল টেস্টে বড় ব্যাবধানে জিতল ইংল্যান্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৮ জানুয়ারি, ২০২১

গলে প্রথম টেস্টে ৭ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে জো রুটের দল। সোমবার ইংল্যান্ড৯.২ ওভার খেলেই জয় ছিনিয়ে নেয় ইংলিশরা। 
পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ৩৬ রান, শ্রীলঙ্কার দরকার ছিল ৭ উইকেট। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ৩৫ মিনিটেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 

৭৪ রান তাড়ায় আগের দিন ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে শুরু হয় বেয়ারস্টো ও অভিষিক্ত লরেন্সের লড়াই। সেদিন ক্রিজে টিকে থাকার দিকেই ছিল তাদের মনোযোগ।

পর দিন আর কোন দুর্ঘটনা ঘটতে দেননি ব্যাটসম্যানরা। মূলত এক-দুই নিয়েই এগিয়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান। তাদের ৬২ রানের জুটিতে বাউন্ডারি কেবল দুটি।
৬৫ বলে দুই চারে ৩৫ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। প্রথম ইনিংসে ৭৩ রানের চমৎকার ইনিংস খেলা লরেন্স করেন ২১। 
প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান ইংলিশ অধিনায়ক রুট জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

একই ভেন্যুতে আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩৫
ইংল্যান্ড ১ম ইনিংস:  ৪২১
শ্রীলঙ্কা ২য় ইনিংস:  ৩৫৯
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৭৪) 
(আগের দিন ৩৮/২) ২৪.২ ওভারে ৭৬/৩ (বেয়ারস্টো ৩৫*, লরেন্স ২১*; এম্বুলদেনিয়া ১২-৩-২৯-২, দিলরুয়ান পেরেরা ১১.২-২-৩৪-০, হাসারাঙ্গা ১-০-৪-০)।

ফলাফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: জো রুট


একুশে সংবাদ/বি/আ

খেলাধুলা বিভাগের আরো খবর