সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চোট পিছু ছাড়ছে না ভারতকে, এবার শিকার সাইনি।

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৫ জানুয়ারি, ২০২১
নভদীপ সাইনি

লাঞ্চের পর বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় শিবিরকে। শুক্রবার ব্রিসবেনে বল করতে করতে কুঁচকিতে চোট পেলেন নভদীপ সাইনি। ২৮ বছর বয়সী সাইনি নিজের অষ্টম ওভার বল করার সময় চোট পান। ওভারের পঞ্চম বল করার সময় কুঁচকিতে চোট পান সাইনি। মাঠে ডাক্তাররা এলেও খোঁড়াতে খোঁড়াতে মাঠে ছাড়েন সাইনি। জানা গিয়েছে, স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় সাইনিকে।

যে বলে সাইনির চোট লাগে সেই বলে লাবুশানের উইকেট পেতে পারতেন সাইনি। কিন্তু ক্যাচ মিস করেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। এদিকে গাব্বায় যদি সাইনি আর বল করতে না পারেন সেক্ষেত্রে ভারতীয় শিবির যে বড়সড় ধাক্কা খেতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। জীবনদান পেয়ে সেঞ্চুরি করেন লাবুশানে। লাবুশানের শতরান এবং ম্যাথু ওয়েডের ৪৫ এবং স্টিভ স্মিথের ৩৬ রানে ভর করে অস্ট্রেলিয়া ৭৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান (প্রতিবেদনটি লেখার সময়) তোলেন।

একুশে সংবাদ/জ/আ

খেলাধুলা বিভাগের আরো খবর