সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার করোনায় আক্রান্ত অ্যান্ডি মারে

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৫ জানুয়ারি, ২০২১

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে করোনায় আক্রান্ত হয়েছেন।  ফলে অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মারের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে লন্ডনে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।


আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। হাতে যদিও সময় আছে। কিন্তু করোনার ধাক্কা কাটিয়ে মারে কোর্টে ফিরতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা তো থাকছেই।

করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না এলে অস্ট্রেলিয়ার সরকার বাইরে থেকে আসা কোন ব্যক্তিকেই দেশে প্রবেশের অনুমতি দেবে না। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরে ১২০০-র বেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১৪ দিনের নিভৃতবাস পর্ব কাটাতে হবে।

বিমানে ওঠার আগে প্রত্যেককে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মেলবোর্নে পৌঁছানোর পর প্রত্যেকের আরও একবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সব পরীক্ষায় পাস করলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন খেলোয়াড়রা।

একুশে সংবাদ/জা/আ

খেলাধুলা বিভাগের আরো খবর