সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৪ জানুয়ারি, ২০২১

রোববার বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসোলেশনে হোটেল বন্ধিদশা কাটিয়ে বৃহস্পতিবার বাইরে বের হল তারা। মিরপুর একাডেমি মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করেছেন ক্যারবীয়রা। সফরকারীরা সিরিজের আগে স্বাগতিকদের এগিয়ে রাখছে। তবে ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদীর কথা জানালেন, দলটির অধিনায়ক জেসন মোহাম্মেদ। কাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর ক্যারবীয় অধিনায়ক বলেন, ‘অবশ্যই সিরিজ জিততে চাই আমরা। ধারাবাহিক ক্রিকেট খেলতে চাই। রান করতে চাই।’

২০১১ সালে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী জেসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র ২৮ ওয়ানডে। জাতীয় দলে নিয়মিত না হলেও এই সফরে অন্য ক্রিকেটাররা না আসায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। হোটেলবন্ধি থাকা ক্যারিবীয়দের জন্য কষ্টকর। মুক্ত হাওয়ায় বের হয়ে খুবই উচ্ছ্বাসিত ক্রিকেটাররা। প্রথমদিনে আলজারি জোসেফ-শ্যানন গ্যাব্রিয়েলরা গতির ঝড় তুলে নিজেদের ঝালিয়ে নিলেন। আড়মোড়া ঝেড়ে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই শুরু করেছেন তারা। কয়েকদিনের আইসোলেশনের অবস্থা নিয়ে জেসন বলেন, ‘তিনদিনের আইসোলেশন খুবই কঠিন। কিছুটা ফ্রেশ বাতাসে বেরিয়ে আসা ভালো বলেই শেষ পর্যন্ত আমরা অনুশীলন শুরু করলাম।’

ঘরের মাটিতে বাংলাদেশ যে ভালো দল সেটা ভালোই জানা ক্যারিবীয়দের। বাংলাদেশ দল নিয়ে জেসন বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সাদা বলের ক্রিকেটে ভালো খেলে। আমরা চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি।’
 তিনি আরোও বলেন, ‘তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে তিন জায়গায় উন্নতি করার।’

এদিকে স্থানীয় নেট বোলারদের পেতে আরেক দফা করোনা পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে সফরকারীদের। ১৮ তারিখে বিকেএসপিতে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে। ২০ জানুয়ারী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

একুশে সংবাদ/জ্যতি/আ

খেলাধুলা বিভাগের আরো খবর