সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বকাপ বাছাইপর্ব: ৫ গোলে ব্রাজিলের শুভ সূচনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫০ এএম, ১০ অক্টোবর, ২০২০

পিঠের চোটের কারণে না খেলার কথা ছিল নেইমারের। যদিও শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন ব্রাজিল দলের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সেলেকাওরা। বলিভিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।

শনিবার বাংলাদেশ সময় ভোরে করিন্থিয়ান্স অ্যারেনায় ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রাবার্তো ফিরমিনো। মার্কুইনহোস ও ফিলিপে কুতিনহো একটি করে গোল তুলেন। আরেকটি গোল প্রতিপক্ষের ভুলে হয়েছে।

সাওপাউলোতে ম্যাচের ১৬ মিনিটে দানিলোর ক্রসে হেডের মাধ্যমে বল জালে জড়ান পিএসজির ডিফেন্ডার মার্কুইনহোস। 

৩০তম মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল আদায় করেন ফিরমিনো। রেনান লোদির বাড়ানো বলে গোল পান লিভারপুলের এই স্ট্রাইকার।

বিরতির পর মাঠে নেমে আবারও গোল তুলেন ফিরমিনো। এবার গোলের উৎস নেইমার।

ডিফেন্ডার হোসে কারাসকোর ভুলে ৬৬ মিনিটে চতুর্থ গোল হজম করতে হয় বলিভিয়াকে।

৭৩ মিনিটে স্বাগতিকদের হয়ে পঞ্চম ও শেষ গোলটি তুলে নেন বার্সেলোনা তারকা কুতিনহো।

বুধবার ভোরে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে লিমায় পেরুর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

একুশে সংবাদ/আর/এআরএম

খেলাধুলা বিভাগের আরো খবর