সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শুক্রবার জানা যাবে পবিত্র শবে মেরাজের তারিখ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২১

পবিত্র লাইলাতুল মেরাজ কবে এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের নতুন চাঁদ কবে উঠবে তা আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানা যাবে।

নতুন চাঁদ দেখা ও শবে মেরাজের তারিখ নির্ধারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ও৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর  :৯৫৬৩৩৯৭ও৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, এই দিন রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আরশে আজিমে যান। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।

হাদিস ও সাহাবিদের বর্ণনা অনুযায়ী, মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল (আ.) রাসুল (সা.) নিয়ে কাবা শরিফের হাতিমে যান। জমজমের পানিতে অজুর পর বোরাক নামক বাহনে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন।

একুশেসংবাদ/ অমৃ

ধর্মচিন্তা বিভাগের আরো খবর