সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার প্রদান

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১০ আগস্ট, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।

 

স্থানীয় সময় বুধবার লন্ডনে আয়োজিত ‘সংগ্রামে ও মুক্তিতে বঙ্গমাতা প্রেরণা’ শীর্ষক বিশেষ স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হালিমা বেগম আলমকে এ পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বেগম ফজিলাতুন নেছা মুজিব নারী ক্ষমতায়ন পুরস্কার ২০২৩’ দেয়া হয়।

 

হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার।

 

একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা

প্রবাস বিভাগের আরো খবর