সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকার সন্ত্রাসনির্ভর হয়ে গেছে: রিজভী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৯ মার্চ, ২০২৪

ডামি নির্বাচনের পর সরকার সন্ত্রাসনির্ভর হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৯ মার্চ) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এ অভিযোগ তোলেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সন্ত্রাসী বাহিনীরা দেশে নৈরাজ্যকর ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তাদের কোনো জনগণের ভোটের প্রয়োজন হয় না। এ জন্য জনগণ তাদের সঙ্গে নেইও বলে দাবি করেছেন রিজভী। তিনি বলেন, নাটোরের সংসদ সদস্য শিমুলের সন্ত্রাসী বাহিনীরা ফরহাদ আলী দেওয়ান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তার ওপর গুলি চালিয়েছে। শাহীন জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি। সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। এ কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার ওপর ক্ষুব্ধ।

সন্ত্রাসনির্ভর সরকারের পরিণতি ভালো হবে না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, এভাবে হত্যাযজ্ঞ, নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।

এসময় রিজভীর সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/সা.আ

রাজনীতি বিভাগের আরো খবর