সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২ জানুয়ারি, ২০২৪

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির আরও ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলার সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাস্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (১ জানুয়ারি) আরও ৬ নেতাকে বহিষ্কার করে বিএনপি।

বহিষ্কারকৃতরা হলেন- নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোমিনুর রহমান, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি কছির আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ-সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

রাজনীতি বিভাগের আরো খবর