সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমলগঞ্জে জমির পাঁকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল যুবলীগ নেতাকর্মীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৩ এপ্রিল, ২০২১

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী কৃষকের ধান কাটার কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন কৃষকের পাঁকা ধান কেটে বাড়িতে পৌছে দিলেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা। ঘড়ির কাঁটায় সকাল দশ টা। রমজান মাস, সেই সঙ্গে করোনার সংক্রমণ মোকাবিলায় চলছে লকডাউন। চারদিক ফাঁকা। এ সময় একটি পাকা ধানের খেতে হাজির টি-শার্ট ও প্যান্ট পরা শতাধিক মানুষ। তাঁরা আর কেউ নন, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক ও পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ জেলা ও উপজেলার শতাধিক যুবলীগ নেতাকর্মীরা। তাঁরা একসঙ্গে ধানি জমিতে নেমে বর্গাচাষি সৈয়দ আজাদ আলী, শহীদ মিয়া ও ফারুক মিয়ার ৯০ শতাংশ জমির বোরো পাকা ধান কেটে তাদের বাড়িতে পৌছে দিলেন।

শুক্রবার (২৩এপ্রিল) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কুশালপুর এলাকায় উপজেলা যুবলীগের এমন সহমর্মিতায় আবেগাপ্লুত কৃষক আজাদ আলী গংরা। যেখানে শ্রমিকের অভাবে জমির পাঁকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তারা, সেখানে দেড় ঘণ্টার মধ্যে জমির সব ধান কেটে বাড়িতে পৌছে দেয়া হয়েছে। সৈয়দ আজাদ আলী বলেন, মাঠের প্রায় জমির ধানই পেকে গেছে। করোনা পরিস্থিতির কারণে বাইরে থেকে শ্রমিক আসা বন্ধ। এ কারণে এলাকায় শ্রমিকের তীব্র সংকট। টাকার অভাবে খুব দুশ্চিন্তায় ছিলেন জমির ধান কাটা নিয়ে। তবে ভাবতেও পারেননি পৌরসভার মেয়রসহ জেলা ও উপজেলার এত লোক এভাবে এসে তাদের জমির পাঁকা ধান কেটে দেবেন। তাদের এই মহানুভবতায় মজুরির প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা ঋণ করা থেকে রক্ষা পেয়েছেন।

 এদিকে কমলগঞ্জ উপজেলা যুবলীগের এই উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের জমির ধান কেটে দেওয়ার এই কাজে যুক্ত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সায়েক আহমেদ, সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম নান্নু, সাইফুল ইসলামসহ শতাধিক যুবলীগ নেতা কর্মীরা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী ধান কেটে দেয়ার অংশ হিসাবে প্রথম কমলগঞ্জ উপজেলার কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়া হয়েছে। এতে একজন কৃষকের সময় ও টাকা দুটোই বাঁচলো। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ প্রধানমন্ত্রীর নির্দেশ কে বাস্তবায়ন করতে উপজেলা যুবলীগের আয়োজনে স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কেটে দিয়েছেন, যারা টাকা ও শ্রমিকের অভাবে জমির পাঁকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। তিনি আরও বলেন, সময়-সুযোগ পেলে এ ধরনের কর্মকা- তাঁরা অব্যাহত রাখবেন। এখন কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থী গ্রামে অবস্থান করছেন। তাঁরা ইচ্ছা করলে অসহায় কৃষকের জমির ধান কেটে দিতে পারেন। এতে সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি কৃষকেরা কৃষি উৎপাদনে আরও বেশি আগ্রহী হবেন।

 

একুশে সংবাদ/প/ব
 

রাজনীতি বিভাগের আরো খবর