সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবনের দু:খ,কষ্টগুলো সব ফিকে আজ

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২ মে, ২০২১

মৃত্যু চিন্তা সর্বক্ষণ তাড়া করে ফিরে,

কে গেলো আইসিইউতে,কে বা পরলোকে!

জীবনের নিয়মে চলছেনা জীবন,

জীবনের পিঠে আজ অক্সিজেনের সিলিন্ডার,

মুখোশে ঢাকা মানুষগুলো,

বাস্তবিকই মুখোশ পরা।

আশীর্বাদের ছোঁয়া,ভালোবাসার স্পর্শ কিংবা,স্নেহের আলিঙ্গন,বিলুপ্ত আজ।

শরীরের,মনের দূরত্ব বেড়েছে, বেড়েছে নির্ভরতা শুধু সোশ্যাল মিডিয়ার।

জীবনের ছোটাছুটিতে,ঈশ্বরের কাছে অনেকদিন বলিনি,

“আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে।”

হয়তো তাই,আমাদের সন্তানেরা আজ,

বিকল হয়ে যাওয়া এক পৃথিবীর জড়বস্তু।

আমরা,কেউই জানিনা, আমাদের ভবিষ্যত কি?

বর্তমানের করোনার কষাঘাতে জর্জরিত আমরা,

অতীতের সোনালি দিনগুলোর স্মৃতি রোমন্থনের মাঝে খুঁজে ফিরি বেঁচে থাকার অবলম্বন।

জানি,মানুষের এই পরাজয়ে,মানুষই দায়ী,

তবু বলি,তোমার সৃষ্টিকে রক্ষার দায় তোমারি,

হে প্রভূ,ভেঙ্গেছো অনেক,গড়ো এবার, সৃষ্টি ছাড়া,স্রস্টার কি মূল্য আর?

মতামত বিভাগের আরো খবর