সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিস্ফোরণে কেঁপে উঠেছে গ্রাম, ছড়িয়ে আছে মৃতদেহ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৬ মে, ২০২৩

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে।

 

মঙ্গলবার ( ১৬ মে ) দুপুরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, এই ঘটনায় ৪ থেকে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ৪ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় একাধিক মৃতদেহ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে খাদিকুল গ্রামের ভানু বাগের বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১ কিলোমিটার এলাকা কেঁপে উঠে এবং গোটা বাড়িটিই ধুলিস্যাৎ হয়ে যায়। ঘটনাস্থল থেকে অনেকটা দূরে রাস্তার ওপর একের পর এক ঝলসে যাওয়া দেহ পড়ে থাকতে দেখা যায়।

 

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে সংবাদমাধ্যমে জানান, ‘ওড়িশা সীমানা থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।’

 

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।’ 

 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ভানু বাগ এলাকার নামকরা তৃণমূলের নেতা। কিভাবে তার বাড়িতে এমন বাজি কারখানা চলছিল। এই জেলায় একের পর এক খুন, বোমা বিস্ফোরণে মানুষ আতংকিত। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত।’

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর

ওপার বাংলা বিভাগের আরো খবর