সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মর্যাদা হারিয়েছে মমতা ব্যানার্জীর দল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫০ পিএম, ১১ এপ্রিল, ২০২৩

তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে এলো বড় ধাক্কা। জাতীয় দলের মর্যাদা হারিয়েছে মমতা ব্যানার্জীর দল। মর্যাদা পাওয়ার মাত্র ৭ বছরের মাথায় তা হারালো দলটি। খবর এনডিটিভির।

 

সোমবার (১০ এপ্রিল) এ ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, জানা গেছে এমনটিই। অবশ্য তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

 

মূলত জাতীয় দল হওয়ার তিন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য রাজনৈতিক ব্যর্থতা হিসেবে মনে করছেন বিরোধীরা।

 

এর আগে গত বছরের জুলাইয়ে তৃণমূলকে এ সংক্রান্ত এক চিঠি পাঠায় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস ছাড়াও মহারাষ্ট্রের নেতা শরদ পাওয়ারের এনসিপি এবং বাম দল সিপিআইয়’ও হারিয়েছে জাতীয় দলের মর্যাদা। অপরদিকে, নতুন করে এই মর্যাদা পেয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

 

একুশে সংবাদ.কম/য.ট.প্র/জাহাঙ্গীর

ওপার বাংলা বিভাগের আরো খবর