সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হুগলি নদীতে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবলো বাংলাদেশি জাহাজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

ভারতের হুগলি নদীতে দুটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। খবর আনন্দবাজারের।

 

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টার দিকে কুলপি থানার অন্তর্গত হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় এই দুর্ঘটনা হয়। হুগলি নদী দিয়ে একটি ছাইবোঝাই জাহাজ বাংলাদেশে আসছিল। সে সময় আর একটি পণ্যবাহী জাহাজ উল্টো দিক এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ছাইবোঝাই জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। ওই জাহাজটি থেকে ৯ জন কর্মীকে উদ্ধার করেছেন স্থানীয়েরা। কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করেছে পুলিশ।

 

দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারা। জালাল শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভোর ৫টার দিকে নদীতে দুর্ঘটনা হয়। কুয়াশার জন্য দুটি জাহাজের মধ্যে ধাক্কা লেগেছে। একটি জাহাজ থেকে আমরা ৯ জনকে উদ্ধার করতে পেরেছি।’

 

একুশে সংবাদ/এসএপি

ওপার বাংলা বিভাগের আরো খবর