সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে করোনা রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৬ পিএম, ৪ অক্টোবর, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়াল।

এই সময়ে মারা গেছেন ৯৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু ১ লাখ ১ হাজার ৮১২ জন এবং মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫৫ লাখ ৯ হাজার ৯৬৬ জন।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে।

ভারতের মধ্যে এখনও করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এরপর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। সূত্র: এএনআই

একুশে সংবাদ/যু/এআরএম

ওপার বাংলা বিভাগের আরো খবর