সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলকের গণশুনানির একদিনের মাথায় ক্লোজড ওসি

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৪ আগস্ট, ২০২৩

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানিতে সিংড়া থানার ওসি মিজানুর রহমানের অনিয়মের বিষয়ে অর্ধশত মানুষ অভিযোগ করেন। সে গণশুনানির একদিনের মাথায় তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

 

সোমবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তবে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ক্লোজ করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন।

 

জানা গেছে, রোববার (১৩ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে কোর্টমাঠে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অর্ধশত ভুক্তভোগী চাকরি দেয়ার নামে টাকা নেয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা অভিযোগ নিয়ে থানায় গেলেও ওসির সহযোগিতা পায় না বলে অভিযোগ করেন।

 

ভুক্তভোগীদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

 

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, ‘সিংড়ার থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে।’

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর