সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫ বিশিষ্ট নারীকে দেওয়া হবে রোকেয়া পদক

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২৭ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রদান করা হবে রোকেয়া পদক। এবছরে ৫ বিশিষ্ট নারীকে এই পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

 

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন। পল্লি উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদানের জন্য ড. আফরোজা পারভীন।

 

একুশে সংবাদ.কম/আ.জা.প্র/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর