সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থহীন: প্রধানমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২১ পিএম, ২৮ জুলাই, ২০২২

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থহীন। যারা অস্ত্র তৈরি করে তারাই এ যুদ্ধে লাভবান হচ্ছে। আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ফলে সারা বিশ্বই আজ অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, “উন্নত দেশগুলো জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, আমরাও উদ্যোগ নিয়েছি।”

 

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আমাদের মোকাবিলা করতে হয়েছে। তারপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি যারা অস্ত্র উৎপাদন করে তারাই লাভবান হচ্ছে। এর ফলে সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, “আমরা গৃহকর্মী পাঠাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যে প্রশিক্ষণটা দেই সেটা তারা যথাযথভাবে নেয় না। প্রশিক্ষণ নেওয়ার সময় যে টাকাটা দেওয়া হয় সেটা নেয়। কিন্তু প্রশিক্ষণটা নেয় না। পরে বিদেশে গিয়ে বিপদে পড়ে।”

 

তিনি বলেন, “রপ্তানি নির্ভর বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা পণ্য যেমন উৎপাদন করব পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।”

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

 

একুশে সংবাদ.কম/ই.ট.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর