সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের রোহিঙ্গারা বাংলাদেশে, পুশব্যাকের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩০ মে, ২০২২

 

লাখ লাখ রোহিঙ্গার চাপ নিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত থেকে হঠাৎ আসা রোহিঙ্গার ঢলে এই চাপ বাড়ছে। বেশিরভাগই দালালচক্রের হাত ধরে আসছে জম্মু-কাশ্মির থেকে। তবে নতুন করে কেউ আসলে পুশব্যাকের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিজিবিকে নির্দেশনা দেয়া আছে। যারাই (রোহিঙ্গা) এখন বাংলাদেশে আসবে তাদের পুশব্যাক করে দেয়া হবে।

 

এ নিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক বলেন, তারা তাদের আত্মীয়দের কাছ থেকে শুনেছে, বাংলাদেশে তারা ভালো আছে, আইন শৃঙ্খলা ভালো। তাই ওই দেশের দালালের সহায়তায় তারা বাংলাদেশে চলে আসছে। আবার আমাদের দেশের এক শ্রেণির দালাল দ্বারা তারা উখিয়া ক্যাম্প পর্যন্ত চলে আসছে।

 

অবৈধভাবে নতুন করে সীমান্ত পাড়ি দিয়ে আসা রোহিঙ্গাদের বেশিরভাগের আশ্রয় হয়েছে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এবং কোয়ান্টাম সেন্টারে। যার তত্ত্বাবধান করে ইউএনএইচসিআর।

 

সিলেটের মৌলভীবাজার ও কুমিল্লা সীমান্ত দিয়ে সহস্রাধিক রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে সহযোগিতা করে দালাল চক্র।

 

সবশেষ গত শনিবার সন্ধ্যায় ভারত থেকে আসা দুই পরিবারের ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

 

একুশে সংবাদ.কম/য.ট.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর