সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১২ পিএম, ২৪ মে, ২০২২

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন

 

আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবনে পদ্মা বহুমুখী সেতুর সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সারসংক্ষেপ দেখে ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন প্রধানমন্ত্রী।

 

পদ্মা সেতুর নমাকরণ সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে পদ্মা সেতুর।

 

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সার সংক্ষেপ দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সার সংক্ষেপ, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এখানে কারও নাম থাকার দরকার নেই।

 

এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা জানানো হয়।

 

আরও পড়ুন- পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল ৬০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা

 

একুশে সংবাদকম/ঢ.প.জ.ন.জা.হা

 

 

জাতীয় বিভাগের আরো খবর