সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারত গম রপ্তানি বন্ধ করেনি: খাদ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৫ মে, ২০২২

সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধ করেনি। আর বন্ধ করলেও এর প্রভাব আমাদের দেশে পড়বে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক পণ্যের দাম কম। পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

 

রোববার (১৫ মে) দুপুরে সিলেট সদর খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

ধানের দাম নিয়ে মন্ত্রী বলেন, কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় তাই ধানের দাম নির্ধারণ করা হয়। ধানের দাম বাড়লে চালের দামও বাড়বে। সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিয়ে থাকে। সে কারণে যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে, সে দামেই ধান চাল সংগ্রহ করা হবে।

 

তিনি আরও বলেন, এবছর আগাম বন্যায় হাওরে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে এর প্রভাব তেমন পড়বে না। গতবারের চেয়ে এবার হাওরে বেশি ধানের চাষাবাদ হয়েছে। এছাড়া সামনে আউশ উৎপাদন হবে তাই কৃষক দ্রুতই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

 

 

একুশে সংবাদ.কম/ঢ./জা

জাতীয় বিভাগের আরো খবর