সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সারাদেশে বাড়বে শীতের তীব্রতা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৮ এএম, ২৮ জানুয়ারি, ২০২২

 সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। শুক্রবার তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আবহাওয়াবিদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাতের দিকে সারাদেশেই তাপমাত্রা কমে যেতে পারে। এতে বেশি শীত অনুভূত হবে। তবে আপাতত বৃষ্টিপাতের আভাস নেই। 
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

 

একুশে সংবাদ /এসএম

জাতীয় বিভাগের আরো খবর