সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানজট

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫০ এএম, ২৫ জানুয়ারি, ২০২২

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। 

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। এসব যানবাহন গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

একুশে সংবাদ/ঢাপো/এইচ আই

জাতীয় বিভাগের আরো খবর