সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে প্রাণহানি চারজনের

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৩ পিএম, ২২ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  ৪ জন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনায় মারা গেছেন এবং করোনা উপসর্গে মারা গেছেন ৩ জন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে রাজশাহীর একজন রোগী মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নাটোরের একজন মারা গেছেন।

এদিকে, ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জনের।

বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ৫ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৬ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

একুশে সংবাদ/বাবু

জাতীয় বিভাগের আরো খবর