সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছাত্রলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ বিভিন্ন পয়েন্টে স্থাপন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৫ এএম, ৩ আগস্ট, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘করোনা প্রতিরোধক বুথ’ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজ ও পয়েন্টে স্থাপন করেছে ৷ 

এ বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যাবে। বুথে রয়েছে ব্যবহৃত মাস্ক ফেলারও স্থান। বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ (৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে করোনা প্রতিরোধক বুথগুলো রাজধানীর বিভিন্ন জায়গায় স্থাপনের জন্য হস্তান্তর করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন, টিএসসি, শাহবাগ ও নীলক্ষেত মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজসহ রাজধানীর ২০টি স্থানে ছাত্রলীগের পক্ষ থেকে এই বুথ স্থাপন করা হয়েছে৷।


একুশে সংবাদ/তাওহীদ/প

জাতীয় বিভাগের আরো খবর