সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজও পশু কোরবানি হচ্ছে রাজধানীতে

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২২ জুলাই, ২০২১

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক জায়গায় পশু কোরবানি করছেন অনেক মানুষ। বুধবার (২১ জুলাই) ঈদের দিন ব্যস্ততার কারণে যারা কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিন পশু কোরবানি করছেন। এছাড়াও ঈদের দিন কসাইয়ের সংকটের জন্য অনেকেই কোরবানি দিতে পারেননি তাই দ্বিতীয় দিনে দিচ্ছে বলে জানান ধর্মপ্রাণ মুসলিমরা। 

বেশিরভাগ মানুষকে রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানের বাইরেই কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দ্বিতীয় দিন রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে।

মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকার বাসিন্দা মো. নাঈম হোসেন ব্যস্ততা ও আশানুরূপ দামে পশু কিনতে না পারায় ঈদের দিন পশু কোরবানি করতে পারেননি। ঈদের দিন দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে নিজের সাধ্যের মধ্যে একটা গরু কেনেন তিনি।

নাঈম বলেন, ঈদের আগের দিন পর্যন্ত আমি আমার বাজেটের মধ্যে কোনো গরু পাচ্ছিলাম না, তাই ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করেছি। ঈদের দিন দুপুরে একটা গরু কিনি, সেটা আজ (বৃহস্পতিবার) সকালে কোরবানি করলাম।

বুধবার সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এদিন রাজধানীসহ সারা দেশে ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানি করে ধর্মীয় এই উৎসবটি উদযাপন করেন। আগামীকাল ২৩ জুলাই থেকে শুরু হবে আবার কঠর লকডাউন ও বিধিনিষেধ । তার আগেই শেষ করতে হবে কোরবানি তাই আজই কাজ সম্পূর্ন করছেন রাজধানির মানুষ ।


একুশে সংবাদ/স.টি/বর্না 

জাতীয় বিভাগের আরো খবর