সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভেজালবিরোধী অভিযানে ইগলু আইসক্রিম‌কে লাখ টাকা জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১১ জুন, ২০২১

বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর কলাবাগান এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিবন্ধন না নি‌য়ে ব্যবসা পরিচালনার দায়ে ইগলু আইসক্রিমকে এক লাখ টাকা জরিমানা করেছে। 

আদালত পরিচালনা করেন বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিমসহ অন্যান্য সহকর্মীরা। 

এই সময় বিএফএসএ জানায়, বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ধানমন্ডির কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই সময় অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে ইগলু আইসক্রিমকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে। 

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানায় বিএফএসএ।

 

 

একুশে সংবাদ/রাফি

জাতীয় বিভাগের আরো খবর