সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডি-৮ শীর্ষ নেতাদের বৈঠক আজ

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২৩ এএম, ৮ এপ্রিল, ২০২১

উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত জোট ডি-৮ এর দশম সম্মেলনের সমাপনী দিনে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন শীর্ষ নেতারা। দুপুর ২টা থেকে অনুষ্ঠিতব্য এ শীর্ষ বৈঠক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

 বৈঠকে ডি-৮ জোটের রাষ্ট্র বা সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন ক্ষেত্রে আন্তঃ ডি-৮ সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে।

এর আগে ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম সেশন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 একুশে সংবাদ / এ / এস

জাতীয় বিভাগের আরো খবর