সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ অগ্নিঝরা মার্চের প্রথম দিন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১ মার্চ, ২০২১
ফাইল ছবি

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ । এ মাসেই জাতি এবার পালন করবে মহান স্বাধীনতার ৫০ বছর।

মার্চ মাস বাঙালি জাতির মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন কারণে ঐতিহাসিক ও ঘটনা বহুল। এ মাসে সারাদেশে প্রথম দিন থেকেই শুরু হবে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

একাত্তরে এই মাসের ২৫ মার্চে বর্বর পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে। এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়। আবালবৃদ্ধবনিতা যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যদিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।

 

জাতীয় বিভাগের আরো খবর