সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবারও চালু হচ্ছে আরিচা-কাজিরহাট রুট

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ৪ ফেব্রুয়ারি, ২০২১

আবারও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হচ্ছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ১২টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রোরো ফেরি দিয়ে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়।

কয়েকটি প্রাইভেটকার নিয়ে ফেরিটি কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

পদ্মা-যমুনার নাব্য সংকট ও দূরুত্ব কমানোর জন্য ২০০১ সালের ২২ ফেরুয়ারি আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর করা হয় ফেরি সার্ভিস। দুই বছর আগে এই রুটে ফেরি চলাচলের উদ্যোগ নেওয়া হলেও বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণে ফেরি চালু রাখা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, এই রুট সচল করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপাতত ফেরির ট্রায়াল দেওয়া হচ্ছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী ফেরি বাড়ানো হবে বলেও জানান তিনি।

একুশ/টিবি/আরটি

জাতীয় বিভাগের আরো খবর