সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোহিঙ্গাদের প্রত্যাবাসন চলবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি ও রাষ্ট্রপতি উইন মিন্টসহ শাসক দলের শীর্ষ নেতাদের আটকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে বাংলাদেশ মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সেই সাথে আশা প্রকাশ করে বলা হয়েছে যে, প্রতিবেশী দেশটির সাথে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আমরা আশা করছি মিয়ানমারে গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখা হবে।”

“মিয়ানমারের সাথে পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। সেই সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছার ভিত্তিতে নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি আমরা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

একুশেসংবাদ/অমৃ

জাতীয় বিভাগের আরো খবর