সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিরপুরে পাকিস্তানি অধ্যুষিত এলাকায় চলছে উচ্ছেদ অভিযান!

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২১ জানুয়ারি, ২০২১

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দশটার দিকে নেতৃত্বাধীন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা সড়ক আটকে দেয়। এর পরেও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান চালায়। এলাকাটি আটকে পড়া পাকিস্তানি–অধ্যুষিত।

এরপরেই অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হঠছেন সিটি করপোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।  আপাতত অভিযান স্থগিত রেয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

একুশে সংবাদ/অমৃ

জাতীয় বিভাগের আরো খবর